জিনাত জাহান খান






স্মৃতি থেকে পাঠ 



শুধু মনে আছে
সেদিন খুব জ্যোৎস্না ছিল –
আটকে ছিল মৃত ঘড়ির কফিনে,
আমার বয়স।

এখানে যাদের
সান্ধ্যপান শেষে আসার কথা ছিল,
তারা সবাই ইমনের কড়ি সুরে -
নিঃশব্দে জখম তারাদের গুনছিল

চাইছিলাম বেরিয়ে আসতে।
চন্দ্রফাঁদে আটকে থাকা মানুষগুলো
আসার পূর্বেই;
আদিখুনের রসদ হাতে
ভেঙে ফেললাম সময়ের খোলস...

ততক্ষণে ওরা মগ্ন হয়ে ওঠে
ভৈরবের সুরে,সঙ্গী ছিল -
পানপাত্রে ভাসমান ওদেরই মুখচ্ছবি...


- বরিশাল - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.