হোমছড়াইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার 0 sobdermichil জুলাই ১১, ২০১৪ অবসান কেউ যেন চুপিচুপি আসে পর্দার আড়ালে ফিসফাস নৌকোর ছইয়ে আঁধার নদীতে ওঠাপড়া ঢেউ দুরে অস্পষ্ট পাহাড়ছায়া স্মৃতি বিজড়িত রংধনু শিউলিতলায় মুগ্ধ সকাল দিশাহীন রাত্রির অবসান ...। - নিউইয়র্ক - Tags ছড়া নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন