
কর্পোরেট সভ্যতা
এখানে চেতনকণা
আনকোড়া মস্তিষ্কের ভিতর আপডেট হচ্ছে রোজ…
এখানে
সকাল ছ’টা দ’শের লোকাল মিশ্ হলে
বেড়ে ওঠে রক্তচাপ ।
পকেটে রাখা অ্যাসপ্রিন ঘোলা করে বোতলের জল
তারপর তুফানী চুমুক….
এক ছুঁটে যেতে হবে পূবে-পশ্চিমে, উত্তরে-দক্ষিনে ।
পারলে সবার আগে…. !!
এখানে চশমার কাঁচে বৃষ্টি এসে দাঁড়ালে…
কবিতার মতো ভাবতে পারে না কেউ ।।
এখানে কেউ দ্যাখে না,
‘ক্লোরোফিলের গর্ভ থেকে অক্সিজেন প্রসব…`
কেউ খোঁজে না তোমার হলুদ ডাকবাক্স ।।
- বর্ধমান -
সুচিন্তিত মতামত দিন