কৌতুক সমগ্র !
১।
এক বাড়ীতে এক অতিথি এসেছে। এক সপ্তাহ যায় দু সপ্তাহ যায় তবু নড়বার কোন লক্ষণ নেই। স্বামী-স্ত্রী কেউ কিছু বলতে পারে না লজ্জায় । একদিন পাশের ঘরে অথিতিকে শুনিয়ে দুজন খুব ঝগড়া করতে লাগলো, মিছামিছি। স্ত্রীকে স্বামীর প্রহার এবং স্ত্রীর কান্নায় আওয়াজও শোনা গেল এক পর্যায়ে। গতিক সুবিধের নয় ভেবে অথিতি ভদ্রলোক তার সুটকেস নিয়ে এক ফাকে বেরিয়ে গেল। জানালা দিয়ে স্বামী-স্ত্রী দুজনায় তা দেখে ঝগড়া বন্ধ করে খুব এক চোট হেসে নিল যে, বুদ্ধি করে তারা অথিতি তাড়াতে পেরেছে। স্বামী বললো তোমার লাগে টাগে নিতো? যে জোরে কাঁদছিলে। স্ত্রী বললো দূর একটুও লাগেনি। এ তো লোক দেখানো কেঁদেছিলাম । হাসিমুখে এক সময় অথিতির আর্বিভাব, হেঁ, হেঁ আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম ।
২।
গৃহশিক্ষকঃ গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজী বাক্য শিখে রাখতে, তা শিখেছ ? ছাত্রঃ নো স্যার ।
গৃহশিক্ষকঃ কেন ?
ছাত্রঃ নাউ আই অ্যাম বিজি স্যার ।
গৃহশিক্ষকঃ যতই ব্যাস্ত থাক তোমাকে বলতেই হবে ।
ছাত্রঃ ডোন্ট ডিষ্টার্ব মি !
গৃহশিক্ষকঃ কী! এত বড় সাহস !
ছাত্রঃ ইউ শাট আপ!
গৃহশিক্ষকঃ বেয়াদব ছেলে ! তোমাকে আমি পড়াবো না !
৩।
তিনজন লোক।একজন আমেরিকার, একজন ইংল্যান্ডের আর একজন বাংলাদেশের। একসাথে ঘুরতে বেরিয়েছে। কে কাকে কিভাবে টেক্কা দেবে তা নিয়ে প্রত্যেকেই ব্যতিব্যস্ত।
হঠাৎ আমেরিকার লোকটা বলে উঠল- জানো, আমরা কি রকম বীর? কোন বাঘ যদি আমাদের সামনে এসে দাঁড়ায় তাহলে তার দিকে শুধু বন্দুকটা তাক করলেই কেল্লা ফতে! গুল্লি-র কোনো দরকার নাই!
এই কথা শুনে ব্রিটিশ লোকটা বলল, এ আর এমন কি? আমাদের এমন সাহস যে বন্দুক বেরই করতে হয় না….ঝোলার ভেতর থেকে বন্দুকের নলটা যদি কোনভাবে বাঘ ব্রাদারের নজরে পড়েছে বা কোনমতে টের পেয়েছে তাইলে সেইখানেই তার হার্ট অ্যাটাক!!
এই দুইজনের কথা শুনে বাংলাদেশের লোকটা ভাবছে আমার তো প্রেস্টিজের ব্যাপার। তাই সে চট করে বলল-আরে ধুর মিয়ারা! তোমরা কোন জমানায় আছো? আমাদের তো বন্দুক-ফন্দুক কিসসু লাগে না! ওই সব আমাদের সাহসের কাছে ফালতু জিনিস, ফাও প্যাচাল!
কথা শুনে আমেরিকান আর ব্রিটিশ তো জব্বর টাসকি খায়া গেল। জিগাইল-তাইলে তোমরা বাঘরে মারো ক্যামনে?বাংলাদেশের পাবলিক তখন কয়- আরে মিয়া এইডা কোনো ব্যাপার? কোনো বাঘ আমাদের সামনে আইলে তার সামনে গিয়া আমরা শুধু কই-” এ রাআআ…..ম ! তুমি ন্যাংটো-পুটো? ”বাঘটা তখন লজ্জাতেই মারা যায়!
৪।
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
যুবক: এটার ইংরেজি পারি না স্যার। আরবিটা পারি।
প্রশ্নকর্তা: আরবিটা পার? ঠিক আছে বল।
যুবক: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন ...
৫।
বিবাহযোগ্য এক মহিলাকে নিয়ে দুই ব্যক্তির কথোপকথন.........
প্রথম ব্যক্তি: ওকে বিয়ে করার জন্য শহরের অর্ধেক লোক পাগল ।
দ্বিতীয় ব্যক্তি: সেকি অর্ধেক লোক পাগল ?
প্রথম ব্যক্তি: হ্যাঁ, অর্ধেক, কারণ বাকি অর্ধেকের সাথে তার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন