আজম মাহমুদ







আমাকে যেতেই হবে



কোথায় যাচ্ছি জানিনা, শুধু জানি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি
তুমি-আমিময় যুগলবন্দি সময়ের কাছ থেকে দূরে যাচ্ছি
ক্রমশ সরে যাচ্ছি রূপালী রঙের ভালোবাসার শৈশব থেকে
জরাজীর্ণ বৃদ্ধাশ্রমের দিকে
আমাকে যেতেই হবে- পুনর্জন্ম অপেক্ষা করে আছে
অমোঘ মৃত্যু হাতে নিয়ে...


- রাজশাহী - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.