
হবে হউক আমাদের যুগল নির্বাসন
এ কেমন মোহে ভালোবেসে হারিয়েছ হুঁশ?
মোহ মায়া, ভালোবাসা সেতো এমন কিছু নয়
দেখো মেলে হৃদয়ের চোখ, মেপে দেখো,
সময়ের সমান্তরালে, কে কতটা করেছে আপোষ ।
মেঘের বৈপরিত্বে আকাশে এখন নেশারঙিন ঘুড়ি।
জানোকি এমন; এরকম সবার আকাশেই ওড়ে নাকি
আসে কি এমন, স্কুলভাঙ্গা বালকের মত মেঘ ছোঁয়া মোহ?
কেমন বায়োস্কোপে মন জুড়ে চৌরঙ্গীর মেলার ঢাক বাজে।
কেমন বাজিয়ে গুনে সবাই উড়ানের করতালি.....
নিশ্চিন্তে জলদি আঁধারের সীমানা পেরোও ঘুড়ি-
যাও, এখনি যাও; খুব বেশি দিন ধরে রাখা যায় না জেনো
সময় ফুরালে ছন্দ পাওয়া মন।
বেহুলা হাওয়ায় বেহাত কোরো না মৃন্ময় হীরামন
একাকী দু:খ এলে; রাতবর্ষায় বোলো তারে
স্বলাজ প্রার্থনা যত, দূর করে কাছে;
দয়া নিয়ে বেহাত কোরো না তুমি...
বুঝনা কেন বিসর্জন আরো আছে দেরি ।
এভাবেই যদি মুঠোয় নিয়ে বেড়াও; জীবনের দু:সাহস;
জেনে রেখো, আবারো হরধনু থেকে তীব্র ছুটে যাবে তীর, সূর্যতমার দেশ।
এভাবে এগুলে আমার পথে, মায়াবলে বহ্নিমান করে দেব স্বপ্নজল গহন শরীর।
বিভাজনের করুন নদীর বাঁকে রাত বাঈজির ঘূর্ণি থেকে
কত কত ছুটে যাবে নৃত্যস্রোতধারা।
যদিও একা হব তাতে, ক্ষতি নেই কিছু
দর্পের বুকজুড়ে ডাক দিয়ে গেলে জাদুর ডাহুক,
হবে হউক নাহয়; আরো একবার আমাদের যুগল নির্বাসন।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন