অনু ঘোষ






দাগ




খোলা জানালাটা-অথবা খোলা সে অাকাশ,
দুই-ই বড় প্রিয়,
মনে হয় এক
অশেষ উপন্যাস।
পরতে পরতে মেঘ জমে ওই আকাশে
খোলা জানালার ওপাড়ে জীবন
-মিশেছে সবুজ ঘাসে।
সম্ভারে ভরা জীবন নদীটা
তবু চলে দাগ কেটে।

- শিলিগুড়ি - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.