হোমকবিতাঅনু ঘোষ অনু ঘোষ 0 sobdermichil জুন ১৪, ২০১৪ দাগ খোলা জানালাটা-অথবা খোলা সে অাকাশ, দুই-ই বড় প্রিয়, মনে হয় এক অশেষ উপন্যাস। পরতে পরতে মেঘ জমে ওই আকাশে খোলা জানালার ওপাড়ে জীবন -মিশেছে সবুজ ঘাসে। সম্ভারে ভরা জীবন নদীটা তবু চলে দাগ কেটে। - শিলিগুড়ি - Tags কবিতা নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন