জিনাত জাহান খান






ভাল লাগে



আমাদের বাড়ির সামনে একটা জলাশয় আছে
সেখানে রোজ অনেক হাঁস খেলা করে
আমার ভাল লাগে;
আমাদের বাড়ির সামনে জলাশয়ে
রাত হলে চাঁদ দোল খায়
আমার ভাল লাগে;
খুব বেশি জ্যোৎস্না উঠলে,জলের রং পাল্টে যায়
আর মাছেরা ডুবে দিলে,পদ্ম ফুটে ওঠে
পৃথিবীর সব পদ্ম এখানে ফোটে...

- বরিশাল - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.