
কিংবদন্তি পুনঃনির্মাণ
আমাদের একজন পিতার প্রয়োজন
শুরু হলো খনন এবং আমরা আবিস্কার করলাম
পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা
এবং শেষটায় আদিপিতা।
কান টানলে মাথা আসে
তাই পেয়ে যাই আদিমাতাকেও।
সৌভাগ্য আমাদের তিনি আদিতম নন
প্রাচীনতম শিশ্নের অধিকারী পিতা থেকেই জারিত তিনি -
শ্লোগানে শ্লোগানে মুখরিত হতে লাগলো আকাশ বাতাস
" জয়, পুরুষ কী জয়, জয় পুরুষ কী জয়"।
অতঃপর আমরা উর্ধ্বলোকে দৃষ্টিপাত করলাম
আমাদের প্রয়োজন অলীক গোরখোদকের
যিনি দিনশেষে আমাদের কবর দেবেন এবং
যার ইশারায় কোন এক মাঙ্গলিক ভোরে
আমরা আবার জিন্দা হয়ে ডুগডুগি বাজাবো।
আমাদের দৃষ্টিগোচর হলেন তিনি
অতিকায় এক শূন্য পিড়িতে বসে হুকো টানছেন -
শূন্যকে ভয় পাই বলেই আমরা তার বাম হাতে ধরিয়ে দিলাম
ধারালো ত্রিশুল এবং ডান হাতে দিলাম রেফারীর বাঁশী -
এরপর শূন্যকে আমরা
আমাদের স্ব স্ব গোষ্ঠিমাফিক নামকরণ করলাম।
সবশেষে মহান তিনি তন্দ্রায় গেলেন -
এখনো গভীর তন্দ্রায়।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন