কবিতায় কাটুম কুটুম
রাই
মনের ঘন মেঘ রুধেছি, দিয়েছি ক্রোধের বাঁধ
তৃষ্ণাক্ত ঠোঁটে তবুও আমার লবন জলের স্বাদ,
আঁধারে বহতি অশ্রুযমুনা একাকিনী আমি রাই
লোকলজ্জা সমাজভীতিতে ইচ্ছেরা বনসাই।
আমার গল্প
দুখটাকে লুকিয়ে নিলাম আজকে মেঘের ভাঁজে
ইচ্ছের নীল আকাশ থেকে আনব পেড়ে সাঁঝে,
সুখ সোহাগের পরাগরেণু হাওয়ায় এলো উড়ে
গল্প আমার মিশিয়ে দিলাম রূপকথাদের ভিড়ে।
সুখ
রোদের গুঁড়োয় চিলের ডানায়
সুখ উড়ছে দানায় দানায়,
দু’ এক ফোঁটা দে না আমায়
অশ্রু মুছি এই বাহানায়।
বইছে জীবন ভুল ঠিকানায়
কান্না কি আর সুখকে মানায়?
পথ
অন্তবিহীন পথ সামনে ছড়ানো
উঁচু নিচু আঁকাবাঁকা রহস্য জড়ানো,
পথের শেষে বুঝি নিদারুন তৃপ্তি
পথভোলা পথিকের সে পরম প্রাপ্তি।
পোড়া এ মন
উছলে ওঠে মনখারাপের হাওয়া
সাঁঝের বেলায় ধুলোমাখা আঁচলে,
সময় এঁকেছে উদাসীন আঁকিবুঁকি
পোড়া মন ডোবে ভালোবাসা নদী জলে।
- কলকাতা -
সুচিন্তিত মতামত দিন