সুরমা আকাশ
তৃষিত নীল সুরমা আকাশ
চেনা থেকে অচেনায় যাও |
আঁধার আঁচলে ঢাকা পৃথিবী
আলোছায়ার দোলায় নিশি সুখ
ক্যান্ডেল লাইট তারকায়
খচিত বুকের জমিন
রূপালি পালকে ঢাকা ঘুম-পরী
বৃষ্টি ভেজা সুখে প্রিয় কাজল |
নিষিক্ত হও অচেনা চির সুখে
সুরমাবিদায়ের লগ্নেও
করতলে রেখে নাও
উজ্জ্বল সে সহস্র শিখা |
- নিউইয়র্ক -
সুচিন্তিত মতামত দিন