সুরঙ্গমা ভট্টাচার্য






ঘুঘুডাকা দুপুর কথা



গাছ থেকে ঝিরিঝিরি পাতা খসার শব্দ
বেইমানি ক'রে বুকের ভিতর
ক্ষত বিক্ষত শুখা মাটির মত
খরখর খরখর ধ্বনিবন্ধ তুলে
ঘুঘুডাকা দুপুরের গল্প আঁকে রোজ।

অবিন্যস্ত চুলের ভাঁজে ধরা থাকে
না মোছা জলের শুকনো দাগ
চিরবিস্মৃত চিত্তসংঘাত।
ঝড়ের রাতের মত প্রবল,
আকর্ষক।

মাধ্যাকর্ষনের টানে ব্যূহ রচনায়
অপারগ এখনও
ঝরাপাতার স্বপ্নমেখলায় বন্দি
আমার ছটফটে প্রাণ
ঘুঘুডাকা দুপুরকথায় বড্ড এলোমেলো।

আঙুলে অঘ্রান,রোদ,আদর
কনে বৌটির,
মেঠোপথের প্রথম ভ্রমণ,
আত্মমুকুরে
আত্মবিশ্লেষন, সৌন্দর্য
সব,সব ছাড়িয়ে নিজেকে খোঁজা নিরন্তর।

দুঘণ্টার জন্য একলা একটা গোটা দুপুর
গোলাপি বিষাদের খোঁজে একা...

- কলকাতা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.