সৌমিত্র চক্রবর্তী
Unknown
জুন ১৪, ২০১৪
পিশাচ
কাঁধের ওপর মাথা নেই
মাথার ওপর কাঁধ,
একস্তরীয় দেহরঙ্গে
বস্তির
বিবাদ।
হাতে শুধুই মাসল ভরা
আঙুলহীন যখ,
কব্জি থেকে ছুরির ফলা
লম্বা বাঁকা নখ।
মাথা নেই তো কানও উধাও
কাঁকুড়ে জিভ আর দাঁত,
কাঁটাতারের মস্ত লাঙুল
লোমের প্রপাত।
শ্মশানমুকুর সঙ্গী চলা
চিলচিৎকার গাল,
রক্ত গড়ায় দুকষ বেয়ে
হুঁশিয়ার সকাল।
সুচিন্তিত মতামত দিন