
ভাসবে স্মৃতিতে নয়নে আমার
তোমার কষ্টে আমরা কাঁদি
তোমার স্পর্শে কান্না থামে
তোমার আলিংগনে পাই আরাম
এই আরামে সুখ নামে ।
তোমার বক্ষে জড়িয়ে রাখো
শীত গ্রীষ্ম সব কালে
ছোট থেকে বড় হই
স্নেহের চুমু খেয়ে গালে ।
তোমার আঁচলে ধরে ঘুরেছি
গিয়েছি বই নিয়ে বিদ্যালয়ে
তোমার শাসনে আজ মানুষ
তুমি থাকো চিরকালা হৃদয়ে ।
কেমনে থাকবো ভুলে তোমায়
কেমনে সইবো দুঃখ তোমার
মা থাকো না থাকো
ভাসবে স্মৃতিতে নয়নে আমার ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন