সুজন
দূর গাঁয়ের ঐ মন কোকিলা
গান গেয়ে যায় দুইটি বেলা
কুহু ডাকে তার মনটা মাতে
সুজন বুঝিবা থাকছে সাথে
গানের সুরেতে ঝরছে হাসি
পদ্ম পলাশ রাশি রাশি
কোকিল কালো মেঘ কন্যা
ছড়িয়ে রাখে রূপের বন্যা
সুজন আছে তার দূর গাঁয়েতে
রঙ বাহারি জ্যোত্স্না রাতে
মনখারাপী কন্যা হাসে
ঐ দেখ তার সুজন আসে ।
সুচিন্তিত মতামত দিন