তাজা কলম





একগুচ্ছ অণুকাব্য 


এক
অগ্নিশলাকা ধরিয়েছে আমায় শীতল মোহ
মুক হয়ে যাওয়া কবিতা তোলপাড় ভীষণ
ভেঙ্গে গেছে আজ শব্দের খাঁচা -
পেঁজা পেঁজা অনুভব উড়ে আকাশে অসীমের তানে।

দুই
কংক্রিট হয়েই ছড়িয়েছি ঝুরি -
পাখি, তুমি ঠোঁটে করে নিয়ে চলো গোটা শহর
সবুজে ডুব দিয়ে শুদ্ধ হবো আমি আর আমার ঢাকা।

তিন
সম্পর্কের জটিলতত্ত্ব ভেঙ্গে দিয়ে
চলো মালা গাঁথি -
নদী আর মাঝি জানে সহজিয়া সুর
এসো কান পেতে শুনি।

চার
মোহ কেটে গেলে যুবকের চোখে তুমি মামুলি নারী।
ভয়াল সত্য বলে না তো কেউ !

পাঁচ
কবিতার নিটোল পায়ে ঘুঙুর পড়াতে নিরুদ্দেশে আমি।

ছয়
শাড়িতে জড়িয়ে আছে জাদু
জাদু দেখবো আমি -
একলা শালিকের বিষা্দ ছায়ায় হঠাৎ তোমার ছোঁয়া !

সাত
নদীর গতর বোরকা ঢাকা, ভেতরে কুলুকুলু
এক্সরেচোখ ফেলেছে জেনে মুখোশের ঠমক -
মনের ছতর খুলে গেলে আড়াল কি থাকে বলো!

আট
ব্রা-য়ের হুকে নাচে পিয়াসি আঙুল
ফণা তোলে চাঁদ লাগায় ঘোর -
উন্মাদ বাতাস ছুঁয়ে যায় অশরীরি ফিসফিস
ঘড়াতেই রাখলাম জীইয়ে জোছনার ছোবল।

নয়
পারি যদি হতে নাকছাবি তোমার -
মন্দ কি !
প্রতি পলে দেবে ছোঁয়া, রইবো ঘোরে।

দশ
হাতের নাগালেই আছি
ইচ্ছে হলে টেনে নিয়ো -
পেছনে মানবচোখ যতই ঝরাক জল
জানি ভবিতব্য তুমিই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.