ছড়া নিয়ে লেখালেখি,কত না বিবাদ !
চুলচেরা বিচারের ঢক্কা-নিনাদ !!
কেউ জানে অতি বেশী,কেউ জানে কম,
কেউ কি প্রকৃত জানে? ছড়া কি রকম?
চক্ষে,মানসে যেই ছবি পড়ে ধরা,
চেতনায় ছন্দের মূলে দিলে নাড়া,
অবাধ গতিতে ছবি ধরে ভাষা রূপ,
স্তরে স্তরে মিল গড়ে ওঠে অপরূপ।
চেতনার ছবি খানি ধরিলে লেখনী,
দ্রুত পাঠে পাই সুখ,ছড়া বলে জানি।
ছড়া লেখা সোজা নয়,অতীব কঠিন,
চর্চা,সাধনা চাই,দিন-প্রতি দিন ।
চোখে,মনে,হাতে চাই একসাথে মিল
নয় তো হবে না ছড়া,জেনো এক তিল।
ছড়া যেন উলসিত নির্ঝর ধারা,
স্বয়ং সৃষ্ট হয়,যায় না কো গড়া।।
শিলিগুড়ি
সুচিন্তিত মতামত দিন