হরিশঙ্কর রায়

  

যে গানে আমার ঘুম নেমে আসে



কত রাত ঘুম ঘুম চোখে চেয়েছি-
ঘরময় অন্ধকার,
একটা জোনাকী মিটিমিটি জ্বলে যায়,
পাশের বালিশও বিদ্রোহ করে
মাঝে মাঝে ভাবি খুব
ওরও বুঝি গণতান্ত্রিক অধিকার আছে
ভালোবাসবার ।
যতই রাত্রি বাড়ে গাঢ় অন্ধকারে হাঁতরিয়ে খুঁজি
রাত-চশমার খাপ
ঝমঝম করে ওঠে সমস্ত শরীর ।
আবার ঘমু ঘুম চোখ
সেল ফোনে রিংটোন বেজে ওঠে
"সখা হে, সহে না যাতনা "

~কৃষ্ণকুঞ্জ, রংপুর~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.