দশটি অণুকাব্য
এক
এখনো রয়ে গেছে বালক চোখ -
স্বপ্নকাজলে আজো কি তোমার চোখ আঁকা?
দুই
হাঁটে আয়ুরেখা
অনুকাব্য মহাকাব্য হয়ে যায় ।
পিছুটানে ভাঙ্গে ঘুম
ধুসর মাঠে আছে ঝুলে সুখ-দুঃখ কাহন।
তিন
কমছে আবেগ ..
জম্পেস খেলে যন্ত্রজীবন ।
মন তবু চলছে খুঁজে রোবটে আবেগ !
চার
অযৌক্তিক ফুল করতলে হাসে
নেশায় নেশায় কাটছে সময়..,
লজিক তুমি দূরে সরো !
উপযোগিতার চাষ গেছি ভুলে
শর্ত শুধু ভালোবাসি।
পাঁচ
ধুসর হয়োনের আগে
ছোঁয়াছুয়ি হোলি ...
এসো দোল খাই
শয়ন ভেলায়
ঘুমানোর আগে ।
ছয়
পাখি উড়ে যায়
সময়কোষে জমা থাকে সুরের রেশ।
প্রাচীন পুঁথিতে কতো মুখ ভেসে আসে-
সাঁইজি দ্যাখো আজো হাঁটে মেঠোপথে।
সাত
খোয়া গেছে সীমান্তরেখা
প্রহরীর হাতে তানপুরা -
চলো আজ পাখি হয়ে উড়ি।
আট
দেয়াল ভাঙ্গি আমরাই
সম্পর্কের নীরিখে -
স্বয়ম্ভু দেয়াল তবু থেকে যায়
ভাঙ্গি কী করে!
অচেনাই রয়ে যায় খানিক ছোঁয়াছুয়ি।
নয়
মিসম্যাচে বিষণ্ন সুর
হিসেবে বেমিল -
মিলবে কি কোনদিন!
ইঁদুরে কাটে সময় কাটুস কুটুস।
দশ
বিভ্রমে চলছে নাও
মরীচিকায় আশার আলো -
চিতার আগুনে যাবে পুড়ে আশা-নিরাশার ঢেউ।
বেশ
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন