
বলবো না
চোখটি খুলে নীরব মনে
সাঁজ সকালের প্রথম খোঁজা
আপন স্বরে
তবুও তোমায় বলবো না।
খাবার,জল আর চশমা,রুমাল
পরেই থাকা যথাযথ
থাকগে সে সব
তবুও তোমায় বলবো না।
ভাল লাগা নদীর বুকে
দাড়িয়ে থেকে দীর্ঘশ্বাসে
সাদা ধোয়া
তবুও তোমায় বলবো না ।
জোড়া হাস ঝিলের পারে
সুখ ঘুমেতে ডানা ঘেসে
দেখলে কোথাও
তবুও তোমায় বলবো না ।
সৌধ মাঠের ঘাসের ওপর
একলা আকাশ মাথার পরে
আনমনেতে
তবুও তোমায় বলবো না।
ঘড়ির কাটার নজর কেড়ে
শূন্য বুকে নিশি জেগে
ভীষণ জ্বালা
তবুও তোমায় বলবো না ।
জলপাইগুড়ি / উত্তরবঙ্গ
বাহ.. চমৎকার ..
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন