
পথ
তোমাদের মতোই অবিকল মুছে দিচ্ছি নদীপথ
চলতে চলতে আঙুলের কান্না এসে থামে হলুদ পাতাঝরা দিনে।
চৈত্রের গান কতবার ভুল বুঝিয়ে
এনে ফেলেছে ক্রিস্টাল গ্লাসের অন্দরমহলে।
এখানেই থরে থরে উৎসব দিন।
কেউ কি নেমে এলো কুঁচি ভাঙা চাঁদ রাতে?
পায়ের তল্লাশি তে মাটির ঘুম ভেঙে যায় --
জলের কথা উহ্য থাক!
সেই তো কবেই, রূপ রস গন্ধের ধারাবাহিক মৃত্যু হয়েছে!
তোমরা সবুজ এঁকেছো,
মোছার তাগিদে দেখোনি --বনানী ছায়ায় নীরব দু চোখ।
কলকাতা।
সুচিন্তিত মতামত দিন