রত্নাদীপা দে ঘোষ

 ৩৬০ ডিগ্রি বইটি শুধু কবিতা নির্ভর নয় । বেশ ক'টি গদ্য নির্ভর আঁকিবুঁকিও আছে । নদীকে দু'হাতে আদর কোরে যেমন একটা আলাদা অনুভূতি হয় ... এই বইতে লেখিকা প্রথম কবিতাগদ্যকে সেইভাবে জড়োয়ায় জড়িয়ে যেন আদর করেছেন । চুমু প্রকাশ্যে । যৌনতার দিবালোক ধরে লেখিকা এই প্রথম সশস্ত্র হয়েছেন। প্রণামের মত লুটিয়ে পড়েছেন শারীরিক অভিযোজনে , যোজনগন্ধার মত ঋষিতে গেঁথেছেন শেকড় ... 

 কারুকলা বদলে দিয়েছে ৩৬০ ডিগ্রি ।  আকাশ করে দিয়েছে লতাপাতার নক্ষত্র ... বাহান্নতীর্থের আরতিতে যেন আত্ম কুহুমিছিল । বৃক্ষের পরাবৃত্ত অধিবৃত্ত ছুঁয়ে  সম্পূর্ণ হয়েছে কলাবৃত্তের পরাগ ...  কেউ হয়তো তার সবটা শুনতে পাবে , কেউ সামান্য । কেউ হয়তো কিছুই পাবে না । একবার ছবি আঁকা হয়ে গেলে ক্যানভাসের কোনো তুলি আলাদা কোরে কোনো কথা বলে না ... 

এপার এবং ওপার বাংলার বই মেলায় সদ্য প্রকাশিত ৩৬০ ডিগ্রী পাঠকের হৃদয় স্পর্শ করে । 



ওপার বাংলায় এবারের বই মেলায় সাড়া জাগানো কাব্য গ্রন্থ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.