ফুটপাথ
ফুটপাথেতে হাটতে গেলেই
গায়ে ধাক্কা লাগে
উফ ! কি কান্ড !
বলে উঠি রাগে ।
ফুটপাথেতে হাটতে গেলেই
মনে লাগে ভয়
কখন জানি মানিবেগটা
ইস ! ছিনতাই হয় ।
ফুটপাথেতে হাটতে গেলেই
মোটর বাইক আসে
দুর্ঘটনা এড়াতে গিয়ে
ছিটকে পড়ি পাশে ।
ফুটপাথেতে হাটতে গেলেই
শুধু মনে করি
মেইনহোলটা থাকলে খোলা
কখন জানি পড়ি ।
ফুটপাথেতে হাটতে গেলেই
কোনো শান্তি নাই
কোথায় গেলে পাবো মোরা
নিরাপদ ফুটপাথ ভাই !
রাস্তার উপর 'ওয়াকিং ব্রীজ'
রাস্তার উপর 'ওয়াকিং ব্রীজ'
প্রায় সবগুলোই থাকে ফাঁকা
কি লাভ হোলো তৈরি করে
ব্যয় করে লক্ষ কোটি টাকা !
রাস্তা পারাপার করে সবে
দামী ব্রীজের নীচ দিয়ে
যানের চাকায় দুর্ঘটনা হয়
কি বলবো ওদের নিয়ে ।
ওয়াকিং ব্রীজে মানুষ নাই
আছে ঝুলানো কতো পোষ্টার
আছে আরো কতো রংবেঙ্গের
বিজ্ঞাপন আর রাজনৈতিক ব্যানার ।
কোনো কোনো ব্রীজের উপর
বসে ভাসোমান ক্ষুদ্র ফেরিওয়ালা
পঙ্গু ফকির করে ভিক্ষা
যেন বসে দৈনন্দিন বানিজ্যমেলা ।
হৃদয় টবে ফুল ফুটেছে
হৃদয় টবে ফুল ফুটেছে
দেখতে ভারি সুন্দর
তাইনা দেখে চোখ জুড়ালো
ভরে গেলো অন্তর ।
মন দিয়ে করছি সেবা
যেন সতেজ থাকে
ছড়িয়ে যেন প্রেমের সুবাস
হৃদয় ভরে রাখে ।
ফুলের কাছে গেলে সেথা
তুমি উঠো ভেসে
কি মধুর লাগে তখন
যখন উঠো হেসে ।
প্রতিদিনই বলি যে কথা
শব্দহীন সেই ভাষায়
তারপরও নেই যে তৃপ্তি
জড়িয়ে রাখি ভালোবাসায় ।
আঁধারের জন্য ভালোবাসা
আঁধারেতে বীজ বপণ
আঁধারেতে সৃষ্টি জীবন
আঁধারেতে খেয়েছি কতো
আঁধারেতে খেলেছি যতো
আঁধারেতে ছিলাম দুষ্ট
আঁধারেতে দিতাম কষ্ট
আঁধারের পর আলো দেখা
আলো থেকেই সব শেখা
আলো থেকেই বড় হওয়া
আলো থেকেই যতো চাওয়া
আলো আঁধারে কাটছে জীবন
আঁধার থেকে আলোয় আসা
আলো নিভলে আবার আঁধার
তাই আঁধারের জন্য ভালোবাসা ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন