ফারহানা খানম






গ্রন্থিচুত্য সম্পর্ক



সম্পর্কগুলো ক্রমশই গ্রন্থিচুত্য হচ্ছে । চন্দ্রিমায় যেমন আবছায়া হয়ে থাকে ফুল ,লতা বৃক্ষ আর কাঁচপোকা তেমনি পলকা আলোর আবডালে চলে যাচ্ছে  শেকড়   ,সুখের গভীরতা ভরাট হচ্ছে একাকীত্বে আর হতাশায়  ।এভাবেই মুলত শুরু  খণ্ড নাটকের ,
শেষ অংকে  খুব ধীরে কাহিনী এগোয়, আবেশ সৃষ্টির পর,পাল্টে যায় দৃশ্যপট হাজার শকুনের উন্মাতাল নৃত্য ,  নিশ্চুপ দর্শক ।আচমকা চমক !  নাট্যকার ইতি টানার আগে পুনশ্চ লিখে কিছু দৃশ্যের অবতারণা করেন  আবেগে আপ্লুত দর্শক  করতালি ভুলে নির্বাক চেয়ে থাকে পর্দায় দেখে্‌, থেমে গেছে শকুনের উল্লাস , রাতের আকাশে হাজার জোণাক আর লাল- সবুজ প্রজাপতি ওড়ে অন্ধকার মিলায় আলোর মিছিলে ।
জমানো আবেগে  জোয়ারের উন্মত্ততা।  নিরেট পলির বুকে নবীন ঘাসফুল দোলে দখিণা হাওয়ায় , একটা স্বপ্নিল মুগ্ধতা যেন চাঁদোয়ায় দেখা ফুল ,জোণাক আর জলজোছনা ।

ঢাকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.