
বৃষ্টি
সবুজ রন্ধে রন্ধে অরণ্য’ র ছেয়ে দেওয়া ফেস্টুনে আমি বসুন্ধরা -
জেনে নিও কুশলতা । কেমনে আছি খরতাপে , কেমনে আছি আত্মদাহে - ভালোলাগা তোমার কচি দুব্বা ঠোঁটের তৃষ্ণা’র্ত পত্রে।
আসবে জেনেই – গা’জুড়ে , শিউরে ওঠা শিমুল সোঁদা গন্ধ ! সুবাসিত -প্রসার্যে চোখ ছেয়ে শুধুই , সুদূর গুড় গুড় মেঘ। ভাবি, ডুকরে ডুকরে থাকা সংযমে কখন ভাসাবে এই বুক ! কত না পাওয়ার সখ্যে , কত ব্রত' র দিবা নিশিপক্ষে।
তুমি এলেই আমি নদী হব , ডুবে যেও নাব্যতায় প্রেম'বর্ষণে।
কলকাতা ।
darun .
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন