অমলেন্দু চন্দ





ভয় দেখিওনা পারমিতা





ভয় দেখিওনা পারমিতা
তোমার প্রজ্ঞার কানে কানে আমিও বেবাক কয়ে রাখি
ভুলে যদি যেতে পারো যদি একটু একটু করে নিতান্তই ভুলে যেতে হয় বলে
আমিও তো অপারগ নই

এটা কোন বদলার গল্প নয় পোড়ামুখি
ভুলে যেতে আমিও সক্ষম যেমন সক্ষম হয় নিষ্ঠুর লম্পট
বিষরস গিলে নিয়ে ঝিনুকের মুক্তো ওগরানো
তোর প্রেমের ভার্চুয়াল উপাখ্যানে এক স্কাইলার্ক
যার কাহিনিতে রোজকার রোদ্দুরের দুপুর ডানা মেলে থাকে

মেয়াদের উৎসব শেষ হলে ভাসান সাঙ্গ করে অহঙ্কারের নায়ে
ভেসে চলে যেতে চাও
ভুলনাকো
সাকিন আমার জলের দেশেই ছিল
ঢেউয়ের সঙ্গে খেলতে পারি
উথাল পাথাল মাঝদরিয়া সবখানেতেই

"আজ নয়, বলব আরেকদিন" এই বলে বস্তুত
বহুবার সংলাপহীন রয়ে গেছ এক অদ্ভুত স্বভাবে
কেন এত শুদ্ধ অভিমান নিয়ে কাপের চায়েতে ঠোঁট
সকালকে কে দুই ভাগ করে এক ভাগে অ-তুলনা
অন্য ভাগে হার-না-মানা গোঁয়ার অবজ্ঞায় জবুথবু

হয়ত এভাবেই একটু একটু করে একটু একটু করে একটু একটু করে
বুকের ভেতরের এক নায়োরী অভিমানের বনবাসে
যেখানে নিজেকেও ঠিক ঠাক ঠাওর হয় না

তাই ভাবছি চলে যেতে চাও চলে যাও শুধু নীরব থেকো না ...।

কটক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.