
অভিপ্রায়
আমার গোরস্থানকে বলি, মৃত্যু হলেও আমার, আমার প্রিয়তমোকে সুখের ভেতরে রেখ। গোরের চারপাশের হাওয়াতে, লাপের গন্ধ রেখ, সে এলে তাঁর অন্তরে শান্তির সুবাস দিও। দুটো কবুতর উড়ে যায় যেন সেখানে, প্রিয়ার চোখে খুশী উড়িয়ে- প্রিয় বন্ধুই কোন, যেন দেয় তাঁর চোখ মুছিয়ে। আমারই প্রিয়'তমোর সুখে , করে দেয় যেন আমারই চুম্বন প্রকাশ , প্রিয়তমের সেই বন্ধুর ঠোঁট হয়েই।।
সুচিন্তিত মতামত দিন