রমা চোঙদার)






আমি বহ্নি বলছি 




আমি বহ্নি বলছি,
কত পুরুষ আসে জীবনের আঙিনায়,
ছুঁতে চায় এ হৃদয়। না বোধ হয়!
ওরা ছুঁতে চায় বুকের ভাঁজ, কোমরের খাঁজ।
কেও বলে সুন্দরের পিয়াসী, কেও বলে সুন্দরের পূজারী !
হায় ভালবাসা!

এদের দিকে তুমি বোধহয়
এই জন্য মুখ ফিরিয়ে রেখেছ, কারণ এরা তোমায় লাঞ্ছিত করে,
শূন্য হাতে সবার দুয়ারে ভিক্ষা চায় “আমায় এক চিলতে ভালবাসতে দিতে পারো?”
সচেতন মন বলে তখন, বহ্নি, তোমার উষ্ণতা, ঔজ্জ্বল্যটুকু গ্রহণ করে,
তোমার মন, শরীর ব্যাক্তিত্বকে কামনার দাবানলে পুড়িয়ে ছাই করে ফেলবে...
তারপর আস্তাকুড়ের পচা লাশটায়
যখন গন্ধ বেরোবে ওরা তখন সংবাদ মাধ্যমকে ডেকে দেখাবে এক অসতীর কলঙ্ক!
শোন- হায়না মূর্খের দল,
আমি এমন এক স্ফুলিঙ্গ যার গলিত লাভা
এক মুহূর্তে ঝলসে দিতে পারে তোমাদের লালায়িত জিহ্বাকে
তোমাদের লাম্পট্য কোন দিনও আমায় ছুঁতে পারবে না, পুড়ে ছাই হয়ে যাবে।

বর্ধমান ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.