অংকনের সাতকাহন






গল্পটি




ছেলেটির গল্প বলি,
হয়তো গল্প ঠিক নয়, পুরোটাই একঘেয়ে-
একরোখা কোন সমাপ্তিহীন উপন্যাস;
এ গল্পে কোন বৃষ্টি নেই, কাঠফাটা রোদে-
ছেলেটার মাথায় আদরে নুয়ে পড়েনা কোন বটের ছায়া,
তৃষ্ণায় তার গলায় এসে ঢলে পড়েনা কোন কলসির জল;
এ গল্পে কোন সুর নেই, পুরোটাই নিরেট অভিমান,
যাযাবর পাখির মত উড়ে বেড়ানো সুরহীন প্রান্তরে,
দিগন্তের খোঁজে ছুটে যাওয়া প্রতিবার, জীবন-মৃত্যুর সীমান্তে;

গল্পে কোন বিকেল নেই,
নেই আকাশের নীল ছোঁয়া কোন উপমার ছড়াছড়ি,
আছে শুধু একগাদা রাত, একের পর এক-
এসে সবকটা ভেঙ্গে পড়ে ছেলেটির তরুণ বুকে,
অমাবস্যার সবটুকু একাকিত্ব মুঠোয় ধরে;
ছেলেটির কোন স্বপ্ন নেই, নিরাকার চোখের পাতা-
কালোর মাঝে হাতড়ে পায়না খুঁজে আলোর কোন প্রতিচ্ছায়া,
শুধু আগ্রাসী চুমুতে টেনে নেয়া প্রতিবারে সবটুকু নিকোটিন বিষ;
এ গল্পে জানার কিছু নেই, বোঝার কিছু নেই,

এ গল্পে নেই পাওয়া না পাওয়ার কোন হিসেব নিকেশ,
গল্পে কোন পথ চাওয়া অপেক্ষা নেই,
কোন ত্রিভুজ প্রেমের জটিলতাও নেই এ গল্পে;
ছেলেটির এই গল্প- সাধারণের চেয়েও অতি সাধারণ,
কারণ আগাপাশতলা হাঁতড়েও- এ গল্পে কোন নারী নেই…

শুধু প্রতি পৃষ্ঠায় রয়ে গেছে তার পায়ের অমোচনীয় ছাপ,
স্মৃতির ভুলতে না পারা প্রতিটি… দাঁড়ি-কমায় ।।



চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.