
চুমুর গন্ধ
আমাদের পাড়ার যে ছেলেটি লাটাই হাতে ঘুড়ি ওড়াতো, সে আজ সৌখিন ফটোগ্রাফার। তার ঘুড়িগুলো আকাশের ওপারে ঈশ্বরের সাথে বরফ-পানি খেলতো, আর ইদানিং ফটোগ্রাফের বদৌলতে, কুয়াশাদের চোখের জল শিশির বিন্দু, ঘাসের কোলে ঘুমায়।
আমাদের পাড়ার যে শিল্পী কাদাজল মেখে মাটির ফুলদানি বানাতো, আজ সে কবিতা লেখে। তার ডায়েরি থেকে জিভ ছোঁয়া কিছু চুমুর গন্ধ ছড়িয়ে যায় হাসনা হেনার সাথে। ইচ্ছে মাখা শিল্প নিয়ে ওলোট-পালোট শব্দ-রঙে রাত্রি জেগে একটুখানি হলুদ ক্লান্তি জমায়।
আমাদের পাড়ার কমলা কিশোরী রোদ ফড়িংয়ের ডানা খুলে, বৃষ্টি হয়ে নদী থেকে নদী মায়াবী অন্দরে ছোটে। তার হাতে মোমের আগুন, ভালোবাসা হয়ে দিন ভাঙা দিনান্তের গন্ধে, ব্যক্তিগত কোন পোশাক খোঁজে।
বরিশাল ।
সুচিন্তিত মতামত দিন