সেতু
লজ্জায় সেতুটা ভেঙে পড়ছে
এখনও পড়েনি
মধ্যবর্তী স্থানটি কুঁকড়ে গেছে আরো লজ্জায়
ততক্ষণ পার হওয়া
চোরাচালান কয়লা ভাঁটি মদ
যানবাহন
নিত্য যাত্রী
জেলা পরগণা
কুশল কামনা অথবা মনখারাপ
চালাচালি সন্দেশ পরিবেশন
শুধু সেতুটির দুইদিকের গোরায় জল ঢেলে রেখে দিয়েছে
সাধু সাবধান
সেতুটি বিপদজনক ...।
সিউরি / বীরভূম ।
সুচিন্তিত মতামত দিন