ফারহানা খানম






অন্যরকম গল্প 




জানি এই আখ্যানগুলো তোমাদের মনপুত হবে না
এ অন্যরকম গল্প
জানইতো   জল ও পরিমিত তাপেই
বীজে অঙ্কুরিত হয় ভ্রূণ ,
নদী সে ত  চিরকালই  নিন্মাভিমুখি
উজানে ছোটে শুধু স্মৃতি।
রোদ্রকনা সেও দারুন হিসেবী
ঠিক জানে,  কোথায় কতটুকু দিতে হয় উত্তাপ
আলো জানে ,
কোন  আঙ্গিনায় কতক্ষন তার ঠাই,
কে না জানে?
মধ্যগগনে জীবন খুলে দেখে  হিসেবের খাতা
গনগনে উত্তাপ ছড়ায়  হতাশা
বিবমিষায় জ্বালে স্মৃতির চিতা ,তখন বয়স;
 দুর্বার বয়ে যায়
ভাটির টানেই ... মোহনায়...

ঢাকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.