
সপ্তমীতে
ঘুম আসবেনা আজ , জানা ছিল আগেই
হয়তো কাল পরশু তরশু তারও পর সাজঘরে একা
স্বগতোক্তি আর এক জোকারের টুপি ছড়ি নাক
সামলাতে সামলাতে অনধিকার চর্চার হাতেখড়ি
‘সময়মত খেয়ো কিন্তু , স্নান হোল না এখনো ?
জ্বর বাঁধালে সোনা ? প্যারাসিটামল খেও সাথে র্যানটাক
জল খেও বেশি বেশি , কি খেলে আজ ?
জানো ... আজ ভীষণ ইচ্ছে করছে তোমাকে জড়াই
তারপর ? ঝগড়া না হলে আদর আদর আর আদর’
ঘুম আসবে না আজ , জানা ছিলই আগে
তুমি প্রত্নবিস্ময়ে খুঁড়ে যাবে আজ চেনা ইতিহাস , বৈধ ভূগোল
তোমার গলনাঙ্ক চড়চড়িয়ে নেমে আসবে রাতবালিশে
সুগোল মুগ্ধতা দীর্ঘলালিত ক্ষিধে নিয়ে গিলে খাবে মদেসিয়া নিকোটিন ঠোঁট
তোমার কড়া পড়া আঙ্গুলের ভাঁজে তখন আহ্লাদী গলিত মাখনমুগ্ধতা
আমি ইথারে পাঠিয়েছি পুজোর অঞ্জলি গাল জ্বলুনি স্বপ্নকুহক কথা
তরলফুলের পরাগের ডাক ভেজা ভেজা পদ্ম শালুক আর শিউলি
নিঃসাড়ে টুপটাপ নেমে আসবে শরত শিশিরে সপ্তমীভোর
আমার শরীরমনে তখন তোমারি অকালবোধন সুইচড অফ ফোনে ...
খাওয়ালেই খায় , সওয়ালেই সয় , জরুরি খানিক মুন্সিয়ানা
চোখের চামড়া আঁট করে সাঁটা , দেখছি না কিছু , যা যা চাইছি না
চোঙা ফুঁকে ঝাড়ি অমৃত ভাষণ , বহুজনহিতে , আহা মরি মরি !
ঘরে ফিরে ফের মারমুখী হই , নরম মাটিতে মার্জারী চাটে -
মাল্যশোভিত উদার হস্ত , আধেক কহি তো আধেক বোঝাই
জেসচার পড়ে গল্প বানাও , নাহলে বলব নেই কিছু ঘটে
দুর্জনে মারে মৌচাকে ঢিল , আমিও সেয়ানা , হেলমেট আঁটি
পথে এসো দ্রুত , নাহলে বোঝাবো , এক মাঘে শীত যায় নাকো মোটে !
রায়গঞ্জ , উত্তর দিনাজপুর।
সুচিন্তিত মতামত দিন