নাহিদা জুহি



"জানি তুমি আসবেনা ফিরে কোনদিন,
তবুও প্রার্থনা তোমার জন্য হবে না মলিন"
-------------------------------------------------------------------------


আজ আমরা শুধু হুমায়ুন আহমেদকে হারাইনি ...... হারিয়েছি হিমু , হিমুর হলুদ পাঞ্জাবি , হিমুর হাতের পাঁচটি নীলপদ্ম ,মিসির আলির চশমা , মিসির আলি ও তার অমীমাংসিত সকল রহস্য ..... হারিয়েছি শুভ্র , রুপা , মৃন্ময়ী , লীলাবতীদের ...... হারিয়েছি ময়ূরাক্ষী নদী , গৃহত্যাগী জ্যোৎস্না , বর্ষার প্রথম দিন ...... আজ থেকে আর কেউ জীবন সংসারের মায়া নিয়ে চিন্তা করবেনা...আর কখনো বাকের ভাইকে নিয়ে স্লোগান হবে না রাজপথে।আমাদের নন্দিত নরকে রেখে তিনি চলে গেলেন। আজ কোথাও কেউ নেই !!!

তবে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়। তিনি বেঁচে থাকবেন নীল জোছনায়, বৃষ্টি ও মেঘমালায়, লিলুয়া বাতাসে, ময়ুরাক্ষীর তীরে, রুপালি দ্বীপে, তোমাদের এই নগরে, হলুদ পাঞ্জাবীতে। চিরদিন, চিরকাল।

হুমায়ূন আহমেদ বলে গিয়েছিলেন, "আমার কষ্ট হয় যে আমার মৃত্যুর পরেও এই পৃথিবীতে বৃষ্টি হবে, জোছনায় পৃথিবী ভেঙ্গে যাবে, কিন্তু সেখানে আমি থাকবনা।" কিন্তু বাংলার মাটিতে যতদিন বৃষ্টি হবে, এই বাংলায় চাঁদের আলো যতদিন বাঁধ ভাঙ্গবে, তা প্রতিনিয়ত হুমায়ূন আহমেদের কথাই বলবে। আমাদের বৃষ্টিবিলাস তিনিই শিখিয়েছেন। তিনিই আমাদের জানিয়েছিলেন জোৎস্না ও জননীর গল্প।

এই মানুষটি কলম না ধরলে হয়তো আমাদের জানা হয়ে উঠত না বাঙ্গালিরাও বই পড়তে পারে। বইয়ে মাথা গুঁজে কাটিয়ে দিতে পারে ঘণ্টার পর ঘণ্টা। বাকের ভাই এর মত চরিত্রও এতটা প্রাণবন্ত হয়ে উঠত না । সৃষ্টি হত না মিসির আলি, হিমু অথবা শুভ্রর মত কালজয়ী সব চরিত্র। অন্তরের অন্তর স্থল থেকে জানাই এই মহান লেখককে শ্রদ্ধা। পরিশেষে বলবো - 

প্রিয় হুমায়ূন আহমেদ স্যার, জীবনে অনেক আনন্দময় মূহুর্ত উপহার দিয়েছেন আপনি। আপনার জন্য রইলো অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ..








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.