
পথের ইতিবৃত্ত
একটি ছেলের কচি হাত আজ
চায়ের গ্লাস ধোয়
একটি ছেলের ইচ্ছে ডানা
ফুটপাথে তে শোয় ।
চায়ের গ্লাস ধোয়
একটি ছেলের ইচ্ছে ডানা
ফুটপাথে তে শোয় ।
শীর্ণকায়া ভর যুবতীর
শরীর জুড়ে ছাই
বড়বাবুর বুটপালিশে
অযথা তোল্লাই ।
শরীর জুড়ে ছাই
বড়বাবুর বুটপালিশে
অযথা তোল্লাই ।
পথের ধারে বুকটা খুলে
দুধ দোয়ানি মা
সদ্যোজাতর পাংশু পেট আর
অযত্নেরই গা ।
দুধ দোয়ানি মা
সদ্যোজাতর পাংশু পেট আর
অযত্নেরই গা ।
শহর জুরে আলোর চাদর
বিলাসের ঠোঁট রাখে
ফুটপাথে তে শহুরেয়ানা
লজ্জায় মুখ ঢাকে ..
বিলাসের ঠোঁট রাখে
ফুটপাথে তে শহুরেয়ানা
লজ্জায় মুখ ঢাকে ..
কলকাতা।
সুচিন্তিত মতামত দিন