
জংলি ফুলের পথ
০১
আজ ঈশ্বরের মন খারাপ,
পানশালা খুলে দাও
বাসন্তী নাচুক।
০২
বালিশের বুকে
লেগে আছে কিছু
নদীর সুবাস,
কাল এখানে
রাত ঘুমিয়েছিলো
০৩
ফার্ণের আড়ালে
উম্মুখ চাতক,
বৃষ্টিস্নানে কুলকুণ্ডলিনী ।
০৪
মিলিত অন্ধকার
প্রভু, শোকপণ্য বেঁচে
দিয়ে কিনেছি গন্ধম ।
০৫
কুলীন রাত্রির গায়ে
মেদ জমে আছে,
কাজলধোয়া চোখে
কালির আহুতি ।
০৬
গোপন? অমনি থাকো -
জংলি ফুলের পথে
কৌতুহলী চোখ!
সে নির্জরা
সে নির্জরা, বর্ণাঢ্য অন্ধকার
সে রাত্রি নয়, গাঢ়
বর্ণায়নে মেরুবছর ,
আলোকসজ্জার দিনে তন্দ্রাচ্ছন্ন
হয়ো - সঞ্চারিত প্রতিমার
আত্মায়, বৃষ্টিস্নানের ঘোর;
এসো দিনের রাত্রিগুলি জাগি ।
একঝুড়ি মেঘবারতা
আজ আকাশে মন্দ্রসপ্তক,
উড়ে যাক বিবিধ হণন!
দুর পাহাড়ের দেশ থেকে
প্রিয় সখির ফোন কল,
'হ্যালো সহচরি!' হাসির
ঝর্ণামুখ খুলে যায়, 'এই
নাও একঝুরি মেঘবারতা...'
তেমন বাসনা নেই
তেমন বাসনা নেই নক্ষত্র হবার,
বেশ এই পলকা জীবন -
হাওয়ায় ভাসছি ফের উড়ছি
বিন্দুঘামে রৌদ্রডানায়, জনারণ্যে
মিশে যাই অনড় সাহসে,
কেউ কি চিনেছো এই মুখ?
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন