
মনোচরা

কি করে ভরে দাও
মনের সুধাপাত্র
পরম আশ্লেষে
ও মোর মনোচরা !
ঐ চোখে এত মায়া
চাঁদে তোমার ছায়া
কি করে ছুঁয়ে গেলে
না দিয়ে কোনো সাড়া |
কখনো কাছে আসো
কখনো দূরে ঠেলো
তবুও ভালোবেসে
না জেনে দিলে ধরা |
বেঁধে রাখি নি কভু,
ছেড়েও ত' যাই নি
শুধুই ছুঁয়ে থাকি
তোমাতে আমি ভরা ||
আশ্রয়
আশ্রয় নিয়েছি তার শান্ত
চোখের অথৈ সমুদ্রে,
ঝিনুকের মত লুকোই
ও মনের স্নিগ্ধ বালুচরে |
পৃথিবীর যত কিছু পরিহাস
গায়ে মেখে অবশেষে
পাই ভরসা চিরকালীন
সত্যের মত চিরন্তন,
তারকার মত উজ্জ্বল,
শুভ্র আর পবিত্র ওই
মনের গহীনে নিভৃতে |
যতই সে লুকোয় তার
ভাষাহীন মন, চোখ যে
পারে না লুকোতে তার
বিশুদ্ধ প্রেম, শ্বাশ্বত |
চোখের তারায় ভাসে
আমারি প্রতিচ্ছবি |
তাই ঠাঁই নিলাম তার
সুন্দর মনের কোনে
অবেলায় প্রহর শেষে ||
বিস্ময়
পারদের ওপারে অপার বিস্ময়
আর কত আঘাত দিলে খানখান হবে
তার বরফ শীতল কোমল হৃদয়
আর কতটা মিথ্যে অপবাদে লেগে
যাবে দাগ ওই অপাপবিদ্ধ চাঁদে
আর কতটা হঠকারিতার নিদর্শনে
ভেঙ্গে যাবে বিশ্বাস মানুষের উপর
জবাব আছে কি ?
ফিলাডেলফিয়া।

কি করে ভরে দাও
মনের সুধাপাত্র
পরম আশ্লেষে
ও মোর মনোচরা !
ঐ চোখে এত মায়া
চাঁদে তোমার ছায়া
কি করে ছুঁয়ে গেলে
না দিয়ে কোনো সাড়া |
কখনো কাছে আসো
কখনো দূরে ঠেলো
তবুও ভালোবেসে
না জেনে দিলে ধরা |
বেঁধে রাখি নি কভু,
ছেড়েও ত' যাই নি
শুধুই ছুঁয়ে থাকি
তোমাতে আমি ভরা ||
আশ্রয়
আশ্রয় নিয়েছি তার শান্ত
চোখের অথৈ সমুদ্রে,
ঝিনুকের মত লুকোই
ও মনের স্নিগ্ধ বালুচরে |
পৃথিবীর যত কিছু পরিহাস
গায়ে মেখে অবশেষে
পাই ভরসা চিরকালীন
সত্যের মত চিরন্তন,
তারকার মত উজ্জ্বল,
শুভ্র আর পবিত্র ওই
মনের গহীনে নিভৃতে |
যতই সে লুকোয় তার
ভাষাহীন মন, চোখ যে
পারে না লুকোতে তার
বিশুদ্ধ প্রেম, শ্বাশ্বত |
চোখের তারায় ভাসে
আমারি প্রতিচ্ছবি |
তাই ঠাঁই নিলাম তার
সুন্দর মনের কোনে
অবেলায় প্রহর শেষে ||
বিস্ময়
পারদের ওপারে অপার বিস্ময়
আর কত আঘাত দিলে খানখান হবে
তার বরফ শীতল কোমল হৃদয়
আর কতটা মিথ্যে অপবাদে লেগে
যাবে দাগ ওই অপাপবিদ্ধ চাঁদে
আর কতটা হঠকারিতার নিদর্শনে
ভেঙ্গে যাবে বিশ্বাস মানুষের উপর
জবাব আছে কি ?
ফিলাডেলফিয়া।
সুচিন্তিত মতামত দিন