তাসলীমা খানম








অনন্ত চাওয়া 


জ্বলে যাক পুড়ে যাক
আমার সর্ব অবয়ব ।
বেঁচে থাকুক আমার চোখ দুটি ।
এক চুল বাড়ন্ত যদি কিছু পাই
হউক তা চোখের আলো ।
তাকিও না ,তাকিওনা
আমার ভয়ংকর ক্ষতটার দিকে,
সুশ্রী অবয়ব যখন ধরতাম তুলে
চোখ দুটি জলে ভিজতো ,তাকাতে না ফিরে ।
যাকিছু আমার জ্বলে গেলো ,পুড়ে গেলো
রইলো ক্ষতটা পড়ে ।
তুমি ফিরবে কি ফিরবে না
তা তোমার মন জানে ,
কেবল আমি জানি ,
বেঁচে থাকতে চোখের আলোটুকু নিভে না যায় ......
সর্ব অন্তঃকরণে এ মোর চাওয়া ।
দুঃখ নয় এ মোর সুখ ,
চোখ বেয়ে এখনো ঝরে যে জল
এ আমার মনের কথা ,
হৃদয়ের অশ্রুতে খুঁজে পাবে
সকল পাওয়া ।
নেই, নেই, মোহ নেই
তোমায় পাওয়ার ।
কেবল এক অনন্ত চাওয়া ,
আমার সুশ্রী অবয়বের ভয়ংকর ক্ষতটাতে
পড়ে না যেন
তোমার ছায়া ।

ঢাকা ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.