
শারদীয়া
সেদিনও এমন শরৎ ছিল
এমনই দুলেছে ফুল
কাশবনে ছিল খুশিয়াল হাওয়া
তোমার কানেতে দুল ।
সেই দুলে ছিল অন্য পরশ
এই জোড়া দুলে আমি
ভালোবাসা ছিল ,সামর্থ্য কম
হৃদয় জেনেছে দামী ।
যদি চলে যাই শরতে এবার
আন ভুবনের পারে
কখনো কি মনে পড়বে আমায়
বন্ধ কারার আড়ে !
ভালোবাসা আজ ঘেন্না হয়েছে
মায়া হয়ে গেছে চুরি
তবুও এখনো একই আছি আমি
বুকেতে বিঁধিয়ে ছুরি ।
লক্ষ্মী আমাকে ভালো তো বাসেনি
সরস্বতী গেছে ছেড়ে
যাবতীয় দিয়ে ভালোবেসে গেছি
তবুও গিয়েছি হেরে !
কলকাতা ।
দারুন এক কষ্ট ফুটে আছে লেখায় -------
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন