ভুলগাছ
সকল আরোগ্য নিয়ে উড়ে গেছে অসুখ
সূর্যের দিকে হেঁটে যাওয়া আপেল বাগান
উপচে নদীস্নেহ , নাভির পরের পৃষ্ঠায় রোদ ...
আলোতে বোঝা যায় কত ক্রমিক তোমার গোধূলি
টুকরো টাকরা ভেঙে জন্ম নিচ্ছে গর্ব বসানো সবুজ
গলে গলে বুকের দ্বিতীয় ক্লোরোফিল , পালক ফেলেছি
একটি দুটি ধীর নেমেছি সুস্থে ... আলগা মুঠো ...
চিহ্নিত ভ্রমণে জেনেছি পৃথিবী খুব দীর্ঘ মানুষ
জনশূন্য ... কেতাবহীন আকাশ , মাটির ঘর
দু'হাত ঘনিয়ে দরজা ... ঋতু , পাখিচক্র ...
শ্রেষ্ঠ অসুখে পা বাড়িয়েছে আমাদের যৌথ ভুলগাছ
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন