
শিখর ছুঁয়েছো?
ভুলে যাই, প্রায় নির্বাক
দিনগুলিতে
কষ্টেরা মুক ও বধিরের মত
কেঁদেছিলো, মনে রাখিনি,
অনেক কাল আগে এক
কোজাগরে ছুটে গিয়েছিলাম ইছামতির
কাছে, চন্দ্রাহত, জলের
তে -কোনা প্রবাহে ।
একবার এক মাঘি পূর্ণিমায় আমার সাধ
জেগেছিলো দার্জিলিঙে যাবো, আহা
কাঞ্চনজঙ্ঘা! মিরিকের
জলে হাত রেখে
শিঁউরে উঠি, স্বপ্ন স্বপ্ন খেলা ,
ভুলে গেছি,
'কে কতবার আমাকে
ছুঁড়ে দিয়েছিলো দৈবের
রথে.....' কেউ কি শিখর ছুঁয়েছ!
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন