
স্বপ্নের স্বাধীনতা।
“স্বাধীনতা মুক্তদানা,বেদনার নোনাজলে,
না ভোলা যত শহীদের স্মৃতি,অতীতের যাঁতাকলে”
স্বাধীনতা আমাদের তেরঙ্গা, বন্দেমাতরমের সুর,জাতীয় সঙ্গীত।
ছোটবেলা থেকে স্বাধীনতা একটা গোটা ছুটীর দিন।
ইচ্ছামত চলার দিন, বাঁধনহারা ভালোলাগার দিন।
স্বাধীনতা দিবসের প্যারেড হচ্ছিল দুরদর্শনে,
চেখের সামনে জাতীয় পতাকা,
আলতো হাওয়ায় কাঁপছিল তিরতির করে,পতাকা তো নয়, ওযে আমার মায়ের তেরঙ্গা আঁচল!
ওখানেই ঢাকা আছে ভন্ড জাতপাত, ছোঁয়াছুঁয়ির অসম বিভেদ,
জলচল ভালোবাসার করুন পরিনতি, নারী নির্যাতন,
ধর্ষণের কাহিনী। বিশ্বাসের ভিটে নড়ানো দেশবিভাগ,
জংলী প্রদেশিকতা,অশিক্ষা , কুসংস্কার,
রূপালী জগতের অন্ধ অনুকরন, না মেটা ক্ষুৎ পিপাসা,
ভন্ডামীর রাজনীতি,ভোটের রক্তাক্ষয়ী স্মৃতি,
শিশু নিপীড়ন,বেকারত্ব, অন্ধ আইনী অব্যবস্থা,
তোষন ও শোষনের রাজকাহিনী,
ধর্মের নামে বিকিয়ে যাওয়া না মানুষের সাম্প্রদায়িক কাহিনী,
নেতাজী ,আজাদ হিন্দ বাহিনী থেকে
আন্দামান হয়ে লালকেল্লা ছোঁয়া
অনেক দলিল দস্তাবেজ,প্রামান্য নথি, কল্পকাহিনী।
প্রজাতন্ত্র আর রাজতন্ত্রের সেই বস্তাপচা গল্প ।
ভাবতে ভাবতে জলেভেজা হাত
মা’র আঁচলে মুছে নিয়ে মনে-মনে বললাম,
গল্পে,কবিতায়,অভিধানে,মহাপুরুষের জীবনীতে,
শহিদ বেদীতে, 'রঙ্গীন ,সুরেলা' বিজ্ঞাপনে,গানে,
ঝকঝকে বর্ণিল সাইনবোর্ডে,
আজও তোমাকে খুঁজে চলেছি স্বাধীনতা ,
কিন্তু পাইনি ........
কলকাতা ।
দুর্দান্ত
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন