ফারহানা খানম




ফুটপাথ

অসহ্য জ্যামে এসি  গাড়িতে বসেও ঘেমে যাচ্ছি বেসুমার
সময়ের হিসেব কষে লাভ নেই এখন 
ভাবছি  আগামী কালের ককটেল পার্টির কথা
কোন ড্রেস কোড নেই , তাহলে কি পড়লে মানাবে ভাল?
শাড়ি না আধুনিককিছু  ? কি করে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়
খুব মোহনীয় সাজে ?  
আচমকা চোখ পরে ফুলওয়ালীর  দিকে 
মায়াবী মুখ,  দুচোখে মিনতি অন্যদিকে চোখ ফেরাই 
অনেকটা সময়  কেটে গেলে জ্বলে ওঠে ষ্ট্রীট লাইট 
ফুলওয়ালী মেয়েটা তখন এ গাড়ি ও গাড়ি ঘুরে ফের
এখানেই এসে বলে ''মেম সাহেব ফুল নিয়া যান,
দশটা টেকা দ্যান কিছু কিন্না  খামু '' 
প্রশ্ন করি কোথায় থাকিস , সারাদিন ফুল বিক্রি করিশনি ?
টাকা নেই কেন ? 
বোবা দৃষ্টি মেলে  আঙুল  তুলে  বলে ওইখানে থাকি 
বলি , ওত ফুটপাথ ভয় করে না ? তুই বয়সী মেয়ে ! 
হেসে বলে কই থাকুম  কেউ ত নাই আর
বলে কারে কয় ভয় মেমসাব? যা যাওনের  বেবাক তো গ্যাছে, 
আর কিসে ডর  ? আন্ধার হইলেইতো ছুইট্টা  আসে
হাজারটা লালসার হাত ,
এক একটা  রাইত কাটে এক , এক সোয়ামীর লগে 
দিনে  কেউ চিনেনা আমারে  আমি অনুড়া ,
কতবার নাম উঠলো পুলিশের খাতায়।  
কতো রাইতে আমি গর্ভবতী হইলাম ,আর কয়বার সেই
রক্তে লাল হইলো এই ফুটপাথ বেবাক মানুষ দেইখা গাইল দিল
কেউত  ভাত দিল না তয়  আর কিসের ভয়  কনতো ?
এই  আপনে নিবেন  আমারে  দিবেন একখান  কাম ?
আমি মুখ ফেরাই , সে বলে 
জানি দিবেন না  তয় আবার ডরের কথা কন ক্যান ?
আমি তখন  বাজতে থাকা গানের আমেজে ফুরফুরে মেজাজে 
ভাবতে থাকি ককটেল পার্টির কথা  
সবুজ বাতি জলতেই চলতে শুরু করে গাড়ি ,
মেয়েটি মিশে যায় শহরের জনারণ্যে ......

ঢাকা ।




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন