আবু জাফর





“ফুটপাত”


শোনেন ব্রাদার ভাই সকল,
রাস্তার ফুটপাত হচ্ছে দখল।
গড়ছে অবৈধ দোকানপাট,
বাড়ছে রাস্তাঘাটে যানজট।
যে হারে বাড়ছে জনসংখ্যা,
বাড়ছে তত ভয় ও আশঙ্কা।
হাটছে ভিড়ের কোলাহলে,
বাড়ছে মানুষ শহরতলে।
ছিন্নমুল অসহায় টোকায়,
ফুটপাতে শুয়ে রাতকাটায়।
নেই বস্ত্র নেই পেটে ভাত,
সহা্য় সম্বল শুধুই ফুটপাত।
প্রভাবশালি ক্ষমতার উৎপাত,
তারাই দখলদার ফুটপাত।
বিষাক্ত ধোয়া কলকারখানা,
বাড়ছে রাস্তায় দুর্ঘটনা।
রাস্তার পাশেই বস্তিবাসি,
কত অপরাধে হচ্ছে দোষি।
কোটিপতির ভোগবিলাসি,
তাদের ঘরেই জন্ম ঐশী।
সত্য ও সুন্দর ধরলে তুলে,
জানের মায়া যায় যে ভুলে।
লিখব কি আর উচিৎ কথা,
থাকবে কি তো ঘাড়ে মাথা?

ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.