
স্বাধীনতা
ঝরঝরিয়ে বইছে ঝর্ণা, কুলকুলিয়ে বইছে নদী,
স্বাধীনতাই গতিছন্দ, বইছে কেমন নিরবধি।
শনশনশন বইছে হাওয়া, উড়ছে অলি ফুলে ফুলে,
স্বাধীনতা সেথায়ও আছে, বৃক্ষে এবং তৃণমূলে।
স্বাধীনতা কথায় আছে,অধিকারের সঙ্গে আছে,
কাজে আছে,রাজে আছে,তোমার আমার রঙ্গে আছে।
সহনে আছে,দহনে আছে,আত্মগর্বীর মর্মে আছে।
লেখায় আছে, শেখায় আছে,জিরাফে আর ধর্মে আছে।
স্বাধীনতা সস্তাদরে বিকাচ্ছে আজ হাটবাজারে,
গা জোয়ারি দেখিয়ে লোকে যাচ্ছে নিয়ে ওজনদরে।
স্বাধীনতা ছোট্ট কথা,অনেক রকম অর্থবাহী,
সুযোগ বুঝে লোকের চোখে ভিন্ন রঙের ধ্বজাবাহী।
স্বাধীনতা, ইচ্ছেপাখী,মনের আকাশ তার ঠিকানা।
অভিধানে যাই মানে থাক, আসল অর্থ?কেউ জানে না।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন