
আমিতো আছি তোমার হৃদয়েতে
পলকহীন দৃষ্টি
শুধু তোমার পানে
চুম্বকার্ষন তোমার অপরূপ সৌন্দোর্য্যে
তুমি ভাসো নয়নের পর্দায়
তোমাকে শুধু আমিই দেখি
কখনো যদি অদৃশ্য হও , লাভ হবেনা
কারন তুমি আমার , শুধুই আমার
চার দেয়ালের দরজা জানালা বন্ধ করবে !
লাভ নেই
আমি মিশে যাবো হাওয়ায়
আসবো হাওয়ার সমুদ্রে সাঁতার কেটে
যেকোনো ফাঁক ফোকড় দিয়ে ঢুকবো চার দেয়ালের ভিতর
থাকবো তোমার চারপাশে
তোমাকে স্পর্শ করবোনা
ঢুকে যাবো তোমার শ্বাসে শ্বাসে তোমার হৃদয়ে
বসত করবো সেথা
তখন কড়া নেড়ে নেড়ে জানান দেবো
আমিতো আছি তোমার হৃদয়েতে ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন