ছত্রাকার দিন
ক্যামন মেঘ ঘনায়, ছত্রাকার দিন !
ভেবে দ্যাখো, আমার স্মৃতির আঙিনায়
বাহারি নির্মাণ, জন্মবন্ধু পাঁকুড়ের বাকল
চিরে নগর কপাট! ভালো নেই, লোকে
বলাবলি করে আমার ছায়াবট বৃদ্ধ হয়েছে
ওকে শুইয়ে দাও, মৌসুমের আগেই
আশ্রয়ের শেকড় উপড়ে তৈরি হবে চিনিকল!
ঢাকা ।
বাহ দারুন
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন