
মোবাইল ফোন (১)
বুয়ার হাতে মোবাইল ফোন
চুলায় ভাত , রাধছে তরকারি
এমন সময় বাজলো রিং
কলটা নাকি খুব দরকারি ।
রান্না বান্না ফেলে দিয়ে
বুয়া গেলো সেই বারান্দায়
হঠাৎ করেই কাটলো লাইন
রেগে বলে হায় হায় !
রান্না ঘরে এসে দেখে
ভাত তরকারি পুড়ে ছাই
মোবাইল ফোন কতো জরুরী
এখন সবাই বুঝেন ভাই ।
মোবাইল ফোন (২)
মোবাইল ফোনে বাজলো রিং
এমন সময় এলো বাস
বাসের হ্যান্ডেল ধরতে গিয়ে
হয়ে গেলো এক সর্বনাশ !
বাসের গতি বেড়ে গেলো
ছিনতাইকারী হাসতে হাসতে
মামার মোবাইল নিয়ে গেলো
মামার চোখে জল এলো ।
মামা এবার ভালোই ধরা
মন হলো আধা মরা
যাত্রীরা সব শান্তনা দেয়
গেলো মোবাইল আরকি করা ।
মোবাইল ফোন (৩)
এক হাতে স্টেয়ারিং ধরা
অন্য হাতে মোবাইল কানে
চলতি বাসে বাস চালক
কথা বলে মোবাইল ফোনে ।
যাত্রীরা সব ক্ষেপে গিয়ে
করে, কতো গাল মন্দ
কে শুনে কার কথা
বাস চালকের কান বন্ধ ।
আক্কাল বুদ্ধি নাইযে তার
হঠাৎ দূর্ঘটনা ঘটতে পারে
বুঝতো যদি বাস চালক
কাজটা কি করতে পারে !
মোবাইল ফোন (৪)
শরীরে তার নাই জামা
পেটে নাই ভাত ডাইল
হাতে তার ঠিকই আছে
কি সুন্দর একটা মোবাইল ।
আনদাজে সে নাম্বার টিপে
কানে দেয় মোবাইল ফোন
হাসি ঠাট্টায় বলে কথা
জানেনা সে কোন জন ।
মোবাইল ফোন কোথায় পেলো
জানতে হবে সবার আগে
তাহলে কি করলো ছিন্তাই
সবার মাঝে প্রশ্ন জাগে ।
মোবাইল ফোন (৫)
বাজারে এক মাছ বিক্রেতা
বসেছে কতো মাছ নিয়ে
বলছে কথা মোবাইল ফোনে
মাছ বিক্রি বাদ দিয়ে ।
রেগে টেগে তাকে দেখে
ক্রেতারা সব ফেরত যায়
মাছ বিক্রি হয়নি তার
দুঃখে বলে হায় হায় ।
মোবাইল ফোনে বেশি কথা
বললে হয় এই উপকার
রেগে বলে মাছ বিক্রেতা
মোবাইল ফোনের কি দরকার !
মোবাইল ফোন (৬)
গরুর পাল সাথে নিয়ে
চললো রাখাল মাঠের পানে
হাতে তার নেইযে বাঁশি
গান শুনে মোবাইল ফোনে ।
মোবাইল ফোন আসলো বলে
কোথায় গেলো বাঁশির সুর
এই সুর মিষ্টি মধুর
যাচ্ছে চলে অনেক দূর ।
মোবাইল চাই বলতে কথা
শুধু গান শুনতে নয়
রাখালের ঐ বাঁশির সুরে
ভরে উঠুক সবার হৃদয় ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন