
ফেলে আসা ভুলে
গুহার আঁধার ছেড়ে একদিন আলোতে এসে দেখো
ক্ষোভে ফেটে পড়া আগুনমুখীতে কে কাকে নিক্ষেপ করে ?
জোনাকির আলো ছেড়ে কার সাধ জাগে আগুনমুখী পতঙ্গ হবার ?
যদি ইচ্ছে করো ঠিক দৃশ্যটা দেখার;জানি পারবে ।
জেগে যে ঘুমাতে পারে, তাকে কি জাগানো যায় ?
তাই যাই না আর ওদিকে ।
ঘুমের শহর অচেনা হল; রোদের আঁচড়ে দগদগে হল ক্ষত !
তোমার অবিনাশী চোখ জুড়ে আজও এই দুটো চোখ অবনত !
ফোটে যত ফুল;গায় যত পাখি;পতঙ্গ মেলেছে ডানা,
দিকপাল তবু ঠিক হয়নি ও মন রয়ে গেল অজানা ।
গাংচিল ওরে; ওরে সাদা বক ভাবনারা রাশি রাশি
আজো মনে পড়ে সেদিনই তো ছিলাম দুজনেই পাশাপাশি ।।
কুষ্টিয়া ।
সুচিন্তিত মতামত দিন