রুদ্রনীল রায়চৌধুরী






স্পর্শানুভূতি




কোনো এক নির্মল সকালে—
আবির রঙা সূর্য কে প্রশ্ন করেছিলাম, 
প্রতীক্ষা কি ?
সূর্য বলেছিল—
আপন আলোর ঝলক নিবৃত রাখাই প্রতীক্ষা !

কোনো এক পরিশ্রান্ত দুপুরে—
পিচঢালা পথ কে প্রশ্ন করেছিলাম, 
দূরত্ব কি ?
পথ বলেছিল—
হৃদয় উজাড় করে ভালোবাসার বদলে
অবজ্ঞা পাওয়ার নামই দূরত্ব !

কোনো এক গোধূলি বেলায়—
নদীর মোহনাকে কে প্রশ্ন করেছিলাম, 
বেঁচে থাকা কি ?
মোহনা বলেছিল—
স্রোতের বিপরীতে লড়াই করার নামই বেঁচে থাকা !

কোনো এক নির্ঘুম রাতে—
খোলা আকাশ কে প্রশ্ন করেছিলাম, 
বন্ধন কি ?
আকাশ বলেছিল—
আমার বুকে তারাদের মিছিল ই বন্ধন !

কোনো এক ঝরে যাওয়া ভোরে—
আমায় একজন প্রশ্ন করেছিল মৃত্যু কি ?
আমি বলেছিলাম—
বিলাসে ভরে নিয়ে ছুড়ে ফেলার নামই মৃত্যু !!

আমার বেদনা লুপ্ত হবে আমাতে
দেখা হবে বন্ধু কোনো এক মিষ্টি প্রভাতে ।।

খুলনা ।




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন